জীবনের উপলব্ধি এবং ধর্য্যের সুফল…
- By Mahmuduzzaman
- In Blog
- 0 comment
প্রতি রাতেই আমার ছেলে আমার বুকের উপর শুইয়ে ঘুমায়। আর মেয়ে পাশেই শুয়ে চেয়ে চেয়ে আমার দিতে তাকিয়ে থাকে। বিষয় গুলো কতোই না সুখের অনুভুতি।
কিন্তু ঠিক সেই সময়েই আমার মনে হয় আমার ছোট বেলার কথা।
আমি তখন খুবই ছোট। আমরা নানা বাড়িতে থাকতাম। রাতে ঘুমানোর সময় খুবই ভয় লাগতো। কিসের ভয়…..? আসলে আমার কোন ভাই বোন ছিল না। তাই একাই ঘুমাতে হতো। রাতে যখন ঘুমাতে যেতাম তখন মনে হতো আমার পাশে যদি কেউ থাকতো। বা অনেক সময় মনে হতো ভুতপ্রেত মনে হয় আমাকে ধরবে। আবার মনে হতো ছেলে ধরা ( ছোট ছেলে-মেয়ে কে অপহরন কারি) আমাকে ধরে নিয়ে যাবে। মনে মনে অনেক ভয় লাগতো এবং কষ্ট পেতাম। অনেক রাতেই ঘুম ভেঙে যেত.. তখন অনেক শুণ্যতা কাজ করতো। তখন ছোট থাকার কারনে কাউকে আমার ভয়ের কথা বা কষ্টের কথা বলতে পারিনি। এভাবেই বছরের পর বছর কেটে গিয়েছে।
গ্রামে প্রতিবছর দুর্গাপূজোর সময় ও বৈশাখে নববর্ষের মেলা হতো। সকল ছেলে মেয়েদের অনেক আগ্রহ থাকতো মেলা কে নিয়ে। আমারও ঠিক তেমনই অনেক আগ্রহ থাকতো মেলায় নতুন নতুন খাবার ও খেলনা সামগ্রিক দেখা এবং কেনার জন্য। কিন্তু যতদূর মনে পরে মেলা গুলোতে যাওয়ার সুযোগ খুবই কম হয়েছে। একবার মেলা থেকে ৬ টাকা দামের একটি প্লাস্টিকের টেলিভিশন কেনার জন্য অনেক জেদ্ করেছিলাম কিন্তু তাও পাওয়া হয়নি। এরকম অনেক ইচ্ছে অ-পুরনো থেকেছে। আজ আমার ছেলে-মেয়ের ঘরভর্তি খেলনা সামগ্রি। কিন্তু তাও কেন জানি ঐ দিনগুলোর কথা মনে পড়ে সবসময়।
কেন জানি সামাজিক ভাবে নিজেকে অনেক দুর্বল ও ছোট মনে হতো…..
অনেক কটু কথা শুনতে হতো…
নিজের অর্থনৈতিক দুর্দশার কারনে কখনোই কেউ মুল্যায়ন করত না।
বাড়ি থাকলেও নিজের বাড়ি বলে মনে হতো না।
অনেক আত্মীয় স্বজনরা থাকলেও সবাইকে কেমন যেন পরপর মনে হতো।
ক্ষুধার্ত থাকলেও কখনও কাউকে বলার মতো কোন সুযোগ ছিল না।
এভাবেই কেটেছে বছরের পর বছর………..
কারণ….. শুধু একজন “বাবা” ছিলেন না আমার জীবনে। থেকেও নেই……..
দোয়া করি আল্লাহ তায়ালা যেন সকলকেই তার বাবা মাকে সবসময়ই পাশে রাখেন। কারন এই অভাব কখনো পুরনো হয় না।
আল্লাহ তায়ালা আমাকে টাকা- পয়সা, বাড়ি-ঘর, সুখ-সাচ্ছন্দ্য এ-সবই দিয়েছে। সেই সাথে দিয়েছে জমজ সন্তান একজন ছেলে এবং একজন মেয়ে। সন্তানরা আমাকে ছাড়া কিছুই বোঝেনা।
আমার ছেলে-মেয়ে এখন সারাক্ষণ আমার বুকের উপর শুইয়ে ঘুমায়। আর আমি দীর্ঘ শান্তির নিঃশ্বাস ফেলি।
You may also like
লক্ষ্যে থাকুন অটল
- January 1, 2023
- by Mahmuduzzaman
- in Blog