লক্ষ্যে থাকুন অটল
- By Mahmuduzzaman
- In Blog
- 0 comment
আমার লক্ষ্য কি তা আমি জানি.?
আমাকে কোথায় যেতে হবে তাও জানি..?
আস্তে আস্তে আমি আমার লক্ষ্যের দিকে প্রতিটি পদক্ষেপ পার করছি। আমি মনে করি প্রতিটি পদক্ষেপ যদি আমি নিষ্ঠা এবং কর্ম দক্ষতা অর্জনের সাথে পার করি তাহলেই আমার ভিত্তি হবে শক্ত ও মজবুত।
কিন্তু এই পথটা এতোটা সহজ ছিল না। আমি হয়তো নিজেই জানি না প্রতিটি সময়ে মহান আল্লাহ তায়ালা আমাকে কি ভাবে সাহায্য করেছেন।
অবিশ্বাস্য ও কাল্পনিক অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে যা আমি নিজেই জানি। এগুলো বলছি না কারন অনেকের বিষয় গুলো বিশ্বাস করতে কষ্ট হবে।
পড়া-শোনা…. ( কোন টাকা ছিল না )
সং-সার….. ( অগোছালো )
বিয়ে-শাদি… ( পরিকল্পনা হীন)
সন্তান-আদি… ( আল্লাহ তায়ালার ভরসায়)
বাড়ি-ঘড়…. ( ছিল না )
জীবন-যাপন…. ( মুখাপেক্ষী )
প্রতিটি পদক্ষেপে আমাকে বিভিন্ন পরিক্ষার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু মহান আল্লাহ তায়ালা সবসময়ই আমার পাশে ছিলেন।
আল্লাহ তায়ালার সহায়তায় আমি যেন আরও অনেক পথ সম্মানের সহিত অতিক্রম করতে পারি।
আল্লাহ তায়ালা সকলের সহায়ক হউক এবং সকলকেই যেন ভালো রাখেন।
You may also like
জীবনের উপলব্ধি এবং ধর্য্যের সুফল…
- January 1, 2023
- by Mahmuduzzaman
- in Blog