আল্লাহ তালাহ যে ব্যাক্তি কে বেশি ভালোবাসেন তাকে বেশি দুঃখ কষ্টে ফেলেন || 𝗔𝗟𝗟𝗔𝗛 𝗴𝗶𝘃𝗲𝘀 𝗺𝗼𝗿𝗲 𝗽𝗮𝗶𝗻 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻 𝘄𝗵𝗼𝗺 𝗔𝗟𝗟𝗔𝗛 𝗹𝗼𝘃𝗲𝘀 𝗺𝗼𝗿𝗲.
আমার সন্তান ডান হাতে ব্যাঁথা পেয়েছে। এর আগেও বাম হাতের গলার কন্টায় আঘাত পেয়েছিল। আমার ছেলে খুবই হাসিখুশি এবং চঞ্চল। দৌড়াদৌড়ি করতে গেলে ব্যালেন্স ঠিক রাখতে পারেন না। শরীরে মাংস কম থাকায় কোন জায়গায় লাগলে সরাসরি হাড্ডীতে বেশি আঘাত পায়।
সবসময় চোখে চোখে রাখার পরেও অপ্রত্যাশিত ভাবে অনেক কিছু ঘটে যায়।
আল্লাহ তায়ালার নিকট আকুতি মিনতি করা ছাড়া আর কোন উপায় নেই। আল্লাহ আমাদের কে হেফাজত করুন….!!! আল্লাহ আপনার ছায়ার চাদরে আমার সন্তানদের কে রাখুন।
…………………………………………………………………
প্রিয়নবী (সা.) হাদিসে বলেন, ‘আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন।’ (বুখারি, হাদিস নং: ৫৬৪৫) তবে কষ্ট-মুসিবত কামনা করা যাবে না, এবং সবসময় আল্লাহর কাছে সুস্থতা, নিরাপদা ও নিরাপত্তার আশ্রয় চাইতে হবে। এসে গেলে সবর করতে হবে।
হযরত আলী রা. বলতেন, হে আল্লাহ! আমাদের পরিক্ষা করেন না আর আপনার সিদ্ধান্ত হয়ে থাকলে সবরের তাওফিক দিন।
হাদিসে রাসুল (সা.) আরো বলেন, ‘যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।’ (বুখারি, হাদিস নং: ৫৬৮৪)
মানুষের প্রতিটা কষ্টের সঙ্গে সুখ মিশে আছে। ধৈর্যশীল মানুষ সেই সুখের অপেক্ষা করেন। তারা জানেন, জীবনে যত ঘোর আসুক না কেন, এক সময় তা কেটে যাবে। কষ্টের এ সময়গুলোতে ধৈর্য্যের সঙ্গে অবিচল থাকাই মুমিনের গুণ।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘প্রতিটি কষ্টের সঙ্গে অবশ্যই কোনো না কোনো দিক থেকে স্বস্তি রয়েছে। কোনো সন্দেহ নেই, অবশ্যই প্রতিটি কষ্টের সঙ্গে অন্য দিকে স্বস্তি আছেই।’ (সুরা আল-ইনশিরাহ, আয়াত: ৫-৬)
বলাবাহুল্য, মানুষের প্রতিটি কষ্টই ক্ষণস্থায়ী। আর কষ্টের বিনিময়ে মানুষকে সর্বোত্তম বিনিময় দেওয়া হবে। এ বিষয়ে মহান আল্লাহ প্রতিজ্ঞা করে বলেছেন। অথচ আল্লাহ তাআলা প্রতিজ্ঞা না করলেও কোনো অসুবিধা নেই। তবে কষ্ট-মুসিবত কামনা করা যাবে না, এবং সবসময় আল্লাহর কাছে সুস্থতা, নিরাপদা ও নিরাপত্তার আশ্রয় চাইতে হবে।
Allah loves it when we cry and beg for his help and make du’a asking for help with our problems. But I do that and nothing happens. Actually, things just get worse for me.
When you pray for someone else, you also get a similar benefit.
But that does not mean you should not pray for yourself, you should do both.
If we are thankful to God for the good things that happen, this is good for us.
If we are patient when bad things happen to us, this is also good for us. And God always chooses what is best for people.
Prayers may be answered immediately and may be answered later.
𝑾𝒉𝒆𝒏 𝑨𝑳𝑳𝑨𝑯 𝒅𝒐𝒆𝒔 𝒏𝒐𝒕 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓 𝑶𝒖𝒓 𝒑𝒓𝒂𝒚𝒆𝒓𝒔 𝒊𝒎𝒎𝒆𝒅𝒊𝒂𝒕𝒆𝒍𝒚, 𝒃𝒆 𝒄𝒆𝒓𝒕𝒂𝒊𝒏 𝒕𝒉𝒂𝒕 𝑨𝑳𝑳𝑨𝑯 𝒊𝒔 𝒄𝒉𝒐𝒐𝒔𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒇𝒐𝒓 𝑼𝒔. 𝑨𝑳𝑳𝑨𝑯 𝒉𝒂𝒔 𝒂𝒍𝒘𝒂𝒚𝒔 𝒃𝒆𝒆𝒏 𝒄𝒉𝒐𝒐𝒔𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒇𝒐𝒓 𝑼𝒔.
আমাদের জন্য দোয়ার অনুরোধ রইলো আল্লাহ তায়ালা যেন সুস্থ রাখেন।
আল্লাহ তায়ালা সকলকেই ভালো রাখুক।
Tags:Course