সারাজীবন সন্তানের পাশে থাকুন || Stay with your child

তখন কেজি স্কুলে পাড়ি। কেজি স্কুলের নতুন বই এবং খাতা গুলোর দাম তখন অনেক বেশি ( আমার অবস্থান থেকে) । একটি বা দুইটি লাইব্রেরিতে শুধু পাওয়া যেত। বছরের শুরুতেই ক্লাস শুরু হয়েছে কিন্তু বই তখনও কেনা হয়ইনি। ক্লাসের পড়া করতে না পারায় মাঝে মাঝে শিক্ষকের মার খেতে হত। তাই মাকে গিয়ে প্রতিদিন বলতাম বই কিনে দেবার জন্য। কিন্তু তাও বই কিনে দিচ্ছিল না।
হঠাৎ একদিন মা বললেন তোর বাবার কাছে যা। বই কিনে নিয়ে আয়…..
তার কয়েক দিন পরে বাবার কাছে গেলাম। এক দিন দাদার বাড়িতে থাকলাম ও….. নিজের বাবা কে বাবা বলে ডাকতেই পারছিলাম না। রাতে এক সাথে ঘুমাইনি পযুন্ত। পরের দিন নানার বাড়িতে চলে আসি……
সেই বছর নতুন বই হয়তো পেয়েছি কিন্তু তারপর…..
শুধু চেস্টা করেছি কোথায় কম খরচে পড়াশোনা চালিয়ে যাওয়া যায়……
সরকারি প্রাইমারী স্কুল….
সরকারি হাই স্কুল…………….
সরকারি কলেজ…………………
সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ…..
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়……
একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়………..
কিন্তু এখন পযুন্ত একটি অভাব আমাকে অনেক শিক্ষা দিয়েছে এবং করেছে আমার অনেক ক্ষতি।
মানসিক…. ( দুর্বল করেছে)
পারিবারিক…. ( মুল্যহীন )
সামাজিক…….. ( বাড়িঘর ছাড়া)
অর্থনৈতিক………. ( শুন্য )
একজন বাবা সন্তানের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা আমার জীবন থেকে আমি উপলব্ধি করতে পেরেছি।
এই অভাব পুরণের জন্য এবং
এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে প্রতি নিয়ত পরিবর্তনের চেষ্টা করছি….
আর কত অপেক্ষা……
বিশেষ দ্রষ্টব্যঃ সারাজীবন সন্তানের পাশে থাকুন।